
বলিউডে বন্ধুত্ব রক্ষায় সালমান খানের প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া বড় কঠিন। বন্ধুত্বের খাতিরে নানান সময়ে বন্ধুদের সাহায্যের হাত বাড়িয়ে দেন বলিউড ভাইজান সালমান খান। শুধু বন্ধু নন, তার পুরনো প্রেমিকারাও যে তার কাছে সাহায্য পান একথাও সকলের জানা।
এক সময়ে সম্পর্কে থাকলেও, আজ ক্যাটরিনা কাইফ ও সালমান খানের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। সম্প্রতি এক জাতীয় সংবাদমাধ্যমের কাছে সালমান খানের সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে কথা বলেন ক্যাটরিনা।
ক্যাটরিনা জানান, তাঁর জীবনে কোনও সমস্যা এলেই সালমান ঠিক বুঝে ফেলেন। ক্যাটরিনার কথায়, ‘সালমান সব সময়ে আমার সঙ্গে থেকেছেন। ও বছরের পর বছর ধরে আমার সঙ্গে থেকে আমায় সাহায্য করেছে। এমনও হয়েছে আমার জীবনে অনেক সমস্যায় আছি, এদিকে সালমানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ওর জানার কথাও নয় আমার সমস্যার ব্যাপারে। কিন্তু সেই সময়গুলোতে ঠিক ওর সঙ্গে দেখা হয়ে যায়। ও বুঝতে পারে আমি সমস্যায় আছি’।
ক্যাটরিনা আরও বলেন, ‘সালমান আমার সারাজীবনের বন্ধু। ও এমন একটা মানুষ যাঁকে বিশ্বাস করা যায়। ওর সঙ্গে আমার বিশেষ একটা যোগাযোগ রয়েছে বলে মনে হয়’।
শুধু সালমান নয়। সালমানের পরিবার, বিশেষ করে তাঁর বোন আলভিরা ও আর্পিতার সঙ্গেও খুব ভাল সম্পর্ক তার। ক্যাটরিনা তাদের নিজের অষ্টম ও নবম বোন মনে করেন।
প্রসঙ্গত, সালমান ও ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল আলি আব্বাস জাফরের ‘ভারত’ সিনেমায়।