আইন সবার জন্য সমান। নিজের কাজের মাধ্যমে সেই কথাটি যেন স্মরণ করালেন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর পুলিশ কর্মকর্তা অ্যালেক্স ক্লিপ। রাস্তার উল্টোদিকে গাড়ি চালানোর ‘অভিযোগে’ নিজের ১০ মাসের মেয়েকে সতর্ক করলেন তিনি।
দেখতে চাইলেন গাড়ির কাজগপত্র। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে গেছে। ছোট্ট মেয়ের সঙ্গে পুলিশ বাবার খুনসুটি ভালো লেগেছে নেটিজেনদের।
কাজ থেকে বাড়ি ফেরার সময় পুলিশ কর্মকর্তা অ্যালেক্স রাস্তায় দেখতে পান নিজের মেয়ে টালিনকে। তার ১০ মাসের সেই ছোট্ট মেয়ে তখন রাস্তার উপরে নিজের খেলনা গাড়িতে চেপে চালানোর ভঙ্গি করছিল। কিন্তু খেলনা গাড়ি নিয়ে রাস্তার ভুল দিকে দাঁড়িয়ে ছিল টালিন।
তখন টালিনের পুলিশ বাবা এসে তার কাছ থেকে মজা করে গাড়ির কাগজপত্র দেখতে চান। ভুল দিকে গাড়ি চালানোর জন্য সতর্কও করেন মেয়েকে।
মেয়ের সঙ্গে পুলিশ বাবার এই খুনসুটির দৃশ্য ক্যামেরাবন্দি করেন টালিনের মা কেলি এলিজাবেথ। তার পর তিনি সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেন।
সেই ভিডিও নিয়ে মেতেছে নেটিজেনরা। তবে ১০ মাসের মেয়ে কেন রাস্তায় এল, এবং এ বয়সে কারো গাড়ি নিয়ে রাস্তায় আসা উচিত কিনা সে ব্যাপারেও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে বিষয়টি নিছক মজার ছলে বলেই ধরে নিচ্ছেন নেটিজেনরা।