টাইগার-হৃতিক অভিনীত ‘ওয়ার’ মুক্তির আর এক মাসও বাকি নেই। ইতোমধ্যেই ছবির টিজার এবং ট্রেলার সাড়া ফেলেছে দর্শকের মাঝে। এবার মুগ্ধ করলো ছবির প্রথম প্রকাশিত গান ‘ঘুঙরু।’
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘ওয়ার’ ছবির প্রথম গান। চার ভাষায় প্রকাশ পেয়েছে ‘ঘুঙরু’ গানটি। রোমান্সে ভরা গানে হৃতিক-বাণী জুটি যেন ‘ওয়ার’ দেখার কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। গানের তালে হৃতিকের নাচ মুগ্ধ করেছে দর্শকদের। তবে গানের কোনো অংশে দেখা যায়নি টাইগারকে।
পঙ্কজ উদাসের ‘ঘুঙরু টুট গ্যায়ে’ গজলটিকে নতুন রূপ দেয়া হয়েছে পার্টি গান ‘ঘুঙরু’তে। গানটি তৈরি করেছেন বিশাল-শেখর। গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে গানটি। কমেন্ট বক্স ভরছে প্রশংসায়।
‘ওয়ার’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ২ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।