
চলতি বছরের শেষে ‘পাসওয়ার্ড’ এর মাধ্যমে আবারও পরিচালক কমলেশ্বর মুখার্জীর ছবির নায়ক হচ্ছেন দেব।
সম্প্রতি আনন্দবাজার ডিজিটালকে একটি সাক্ষাৎকারে ‘পাসওয়ার্ড’ সিনেমা ও এর পরিচালক কমলেশ্বর মুখার্জীর সাথে নিজের রসায়ন নিয়ে বলেছেন অভিনেতা দেব।
দেব বলেন, কমলদা মহিলা হলে আমি ওর প্রেমে পড়তাম। একসঙ্গে কত যে সময় কাটাই আমরা! তবে এটা ঠিক, এই ধরনের গ্রাফিক্সের ছবি করার জন্য, গবেষণার জন্য কমলদার মতো পরিচালক পশ্চিমবঙ্গে আর নেই।
অভিনেত্রী রুক্মিনীর সঙ্গে দেবের সম্পর্কের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আনন্দবাজার প্রশ্ন করে, লোকে তো বলে, দেবের ঘরের ছবি মানেই তাতে রুক্মিণী থাকবে?
এর উত্তরে দেব বলেন, রুক্মিণী আর পাওলিকে কমলদা কাস্ট করেছে। আমি না।কমলদা তো পাশেই আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। বিষয়টা লোকে বলে। ‘হইচই আনলিমিটেড’-এ রুক্মিণী কোথায় ছিল? ‘পাসওয়ার্ড’-এ অভীক মুখোপাধ্যায় আর পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা শুধু আমি বলেছি। বাকিটা সব কমলদা।
বিয়ে কখন করবেন জানতে চাইলে দেব হেসে বলেন, আমার এখনো বিয়ের বয়স হয়নি।
‘পাসওয়ার্ড’ ছবিটি সাইবার ক্রাইমের উপর ভিত্তি করে তৈরি হবে। ছবিটির মূল বিষয়বস্তু ডার্ক ওয়েব। এছাড়াও এই ছবিতে আরো আছেন পরমব্রত, পাওলি, রুক্মিণী ও আদৃতর মতো দর্শকপ্রিয় অভিনেতারা। ছবিতে দেব সাইবার ক্রাইম বিভাগের প্রধান এবং রুক্মিণী মৈত্র এথিক্যাল হ্যাকারের চরিত্রে। ডিপ ওয়েবের স্ট্র্যাটিজিস্ট অদৃত, তবে পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্রের নানা শেড দেখতে পাওয়া যাবে এই ছবিতে।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের প্রযোজনার এই ছবিটি চলতি বছরের পূজায় মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।