
ক্রিকেট নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন মাজহার বাবু। ছবিটি নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘সারগাম এন্টারটেইনমেন্ট’। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই নির্মাতা।
হুমায়ূন আহমেদ’র ছোট বেলা নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। যেখানে ক্রিকেট খেলার বেশকিছু বিষয় ওঠে আসবে। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা মাজহার বাবু বলেন, গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। আগামী নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। ছবিতে তিনটি গান ব্যবহার করা হবে। আর এই ছবিতে গল্পের প্রয়োজনে আমরা জাতীয় সংগীত ব্যবহার করব। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে জাতীয় সংগীত ব্যবহার করা হচ্ছে।’
ছবিতে কারা অভিনয় করতে যাচ্ছেন জানতে চাইলে বাবু বলেন, এখিন সেভাবে বলতে চাচ্ছি না। আগামী মাসে মহরতের মধ্য দিয়ে আমরা তা প্রকাশ করব। ছবিতে আমরা বিশেষ কিছু চমক রাখছি। তাই এখন কিছুই বলতে চাচ্ছি না।
ছবির সংলাপ ও চিত্রনাট্য ও সংলাপ করেছেন শামীমুল ইসলাম শামীম।