
নারীরা আধুনিক যুগে যতোটা না বাড়ির বাইরে নির্যাতন শিকার হন, তার থেকে বেশি নির্যাতনের শিকার হন বাড়ির ভেতরে। টুইটারে বাড়ির ভেতরে নির্যাতনের শিকার হওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন জেনান মুসা নামের এক টুইটার ব্যবহারকারী। সেই ভিডিওতে তিনি বর্ণনা করেছেন কী করে একজন নারী বাড়ির ভেতরে নির্যাতনের শিকার হন।
আল আন টিভির প্রতিবেদক জেনান মুসা ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, এটি বাড়ির ভেতরে নারীদের নির্যাতনের বিষয়ে সচেতনতা বাড়ানোর একটি শক্তিশালী ভিডিও। ভিডিওটির প্রথমে দেখা যায়, একজন নারীকে ভালোবেসে কেউ ফুল দিচ্ছেন। পরেক্ষণই আবার নির্যতন শুরু করেছেন। তারপর আবারো শুরু ভালোবাসার পর্ব।
ভালোবেসে মেয়েটিকে পরিয়ে দেওয়া হয় আংটি। কিন্তু ভালোবাস যেন এখানে শেষ। আবারো শুরু মারধর। মেয়েটি মুখ বুঝে সহ্য করে নির্যাতনের দাগ মুচে দেন মেকআপে। রক্তাক্ত ঠোঁট আড়াল করেন চুল দিয়ে। মর্মস্পর্শী ভিডিওটির ব্রেকগ্রাউন্ডে বাজতে থাকে একটি আরবি গান।
ভিডিওটি টুইটারে শেয়ার করা পর থেকেই ভাইরাল হয়ে যায়। অনেকেই কথা বলা শুরু করেন ঘরোয়া সহিংসতার বিরুদ্ধে। তারা কথা বলেন, নারীকে জোর করে বিয়ে দেওয়ার এবং মতের বিরুদ্ধে বিয়ে টিকেয়ে রাখার বিরুদ্ধ।
What a powerful clip to raise awareness about domestic abuse. 💔pic.twitter.com/O3gECLqMwn
— Jenan Moussa (@jenanmoussa) August 24, 2019