
হিজবুল্লাহর ভয়ে প্রায় পাঁচ কিলোমিটার পথ নিজেদের চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে ইসরাইল। লেবানন সীমান্তের ওই পাঁচ কিলোমিটারের মধ্যে চলাচল না করতে উপশহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে তেল আবিব।
মঙ্গলবার (২৭ আগস্ট) ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের খবরে এ তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহর যোদ্ধারা তাদের ওপর সাম্প্রতিক ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে ইসরাইলি সেনাবাহিনী এ নিষেধাজ্ঞা জারি করেছে।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, জরুরি প্রয়োজন ছাড়া লেবানন সীমান্তের আশেপাশে যাওয়া যাবে না।