‘জওয়ানি জানেমান’ ছবির শুটিংয়ে সাইফ আলী খান এখন লন্ডনে। সেখানে থাকতে পারতেন সারা আলী খানও। বাবার প্রযোজিত ছবিটিতে সারার অভিনয় করা একরকম চূড়ান্তই হয়ে গিয়েছিল। কিন্তু পরে ‘না’ করে দেন সারা। তাঁর বদলে অভিনয় করছেন আলিয়া ফার্নিচারওয়ালা।
এ পর্যন্ত আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল সেই সিদ্ধান্তের পেছনের কারণ। সাইফই মেয়েকে অভিনয় করতে মানা করেছিলেন। তা-ও একটিমাত্র দৃশ্যের কারণে! ছবিটিতে অভিনেতা পঞ্চাশ ছুঁই ছুঁই এক ব্যাচেলরের চরিত্রে অভিনয় করছেন। ফুর্তিবাজ সেই লোকের সঙ্গে একদিন ঘটনাক্রমে এক তরুণীর দেখা হয়।
স্বভাববশত তার সঙ্গেও ফ্লার্ট করে সে। পরে জানতে পারে, মেয়েটি তারই সন্তান। সেই মেয়ের চরিত্রেই অভিনয়ের কথা ছিল সারার। এমনিতে অভিনেতা হিসেবে অনেক কিছুই করতে হয়। কিন্তু মেয়ের সঙ্গে ফ্লার্ট করার ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেননি সাইফ। আর সে কারণেই সারার সরে যাওয়া।