
ফ্ল্যাটে ডেকে এনে নারীকে মারধর, এমনই অভিযোগ উঠল টলিউডে একসময়ের অভিনেতা লোকেশের বিরুদ্ধে৷ জানা গেছে, অভিনেতা তার কসবার ফ্ল্যাটে এক নারীকে ডেকে আনেন৷ তিনি মত্ত অবস্থায় নারীর ওপর চড়াও হন৷ তাঁকে মারধোর করেন।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আক্রান্ত নারী কসবা থানায় গিয়ে লোকেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ পুলিশ রাতেই কসবা ফ্ল্যাটে তল্লাশি চালায়৷ তবে লোকেশের কোনও খোঁজ পাওয়া যায়নি৷ লোকেশের বিরুদ্ধে মারধর এবংল হুমকির মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, পরিচালক অঞ্জন চৌধুরীর মেজ বউ ছবিতে তিনি নজর কাড়েন৷ এরপর অনেকগুলি ছবিতে অভিনয় করেন তিনি৷ যদিও টলিউডের পরিচিত মুখ হয়ে উঠলেও তাঁর বেশিরভাগ ছবিই মুখ থুবড়ে পড়ে৷
এবার সেই অভিনেতাই সংবাদ শিরোনামে৷ মত্ত অবস্থায় নারীকে মারধোরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে৷ এরপর থেকেই লোকেশ বাড়িছাড়া বলে জানা যাচ্ছে৷