
বিয়ের দেড় বছর পর স্বামী বিরাট কোহলি সম্পর্কে বেশ লম্বা একটা সাক্ষাতকার দিয়ে ফেললেন বলিউড স্টার আনুশকা শর্মা। ভারতের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় জুটিও বলা হচ্ছে তাদের। কিন্তু প্রশ্ন হলো, কোহলি মাঠের মধ্যে এত রাগী, রাগী কেন? কেনই বা বিতর্কিত সব অঙ্গভঙ্গি করে বারবার বিতর্কের জন্ম দেন? একটি ফিল্মি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা শর্মা ফাঁস করেছেন অন্য তথ্য।
আনুশকা বলেছেন, ‘মাঠের বাইরে কোহলি খুবই শান্ত প্রকৃতির। আমার দেখা সব চেয়ে শান্ত মানুষদের এক জন। ব্যক্তিগত জীবনে খুবই ধীরস্থির ভঙ্গি রয়েছে ওর। আপনারা যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। আমার বন্ধুদের জিজ্ঞেস করতে পারেন, আমার টিমের সঙ্গে কথা বলে দেখতে পারেন।’
আনুশকা জোর দিয়ে বলেন, ‘মাঠের মধ্যে যে আক্রমণাত্মক বিরাটকে দেখা যায়, সেটা মাঠের বাইরে একদমই দেখা যায় না। ব্যক্তিগত জীবনে ও মোটেও আগ্রাসী নয়। আমার দেখা সব চেয়ে শান্ত মানুষদের এক জন। কখনও আমি ওকে দেখে বলে ফেলি, বাহ রে, এতটা ধীরস্থির হলে কী করে তুমি!’
তা হলে মাঠের মধ্যের আগ্রাসী কোহলির ব্যাখ্যা দিয়ে আনুশকা বলেন, ‘কোহলি ওর ক্রিকেট নিয়ে খুবই আবেগপ্রবণ। সেটাই হয়তো মাঠের মধ্যে বেরিয়ে আসে। কিন্তু আমি বলে দিতে পারি, মাঠের বাইরে সে সবের কিছুই দেখতে পাওয়া যায় না। আমার বিয়ে হয়েছে সেরা বন্ধুর সঙ্গে। যাকে আমি সব চেয়ে বেশি বিশ্বাস করি। আমি এমন এক জনকে বিয়ে করেছি, যাকে আমি এতটা ভালবাসি তার ভিতরে থাকা দারুণ মানুষটার জন্য।’