
ভারতে মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করেছে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পল্টন মোড় পর্যন্ত এলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের বাধা দেয় পুলিশ। ফলে সেখানেই মিছিল শেষ করতে বাধ্য হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীতে ভরে ওঠে বায়তুল মোকাররম প্রাঙ্গণ। এ সময় নানা স্লোগান দেন দলের কর্মীরা।
এ সময় মুসলমানদের উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, আসুন আমরা সকলে একত্রিত হয়ে এর প্রতিবাদ জানাই এবং রাজপথে নামি। বাংলাদেশে কখনো কোনো হিন্দু ধর্মাবলম্বীকে নির্যাতন করা হয়নি, কখনো করাও হবে না। তাই বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, আপনারা সংসদে বিষয়টি উত্থাপন করুন এবং সারাবিশ্বকে জানান।
এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম শিবলী নোমান সাংবাদিকদের জানান, মানুষের দুর্ভোগের কোথা চিন্তা করে মিছিলটি পল্টন মোড়ে আটকে দেওয়া হয়েছে। এখন তারা রাস্তা ছেড়ে দিয়েছে।