
বয়স মাত্র নয় বছর। এই বয়সেই টিকটক সেনসেশন হয়ে উঠেছিল সে। তার একেকটি ভিডিও লাখ লাখ মানুষ দেখেছে। প্রচুর ফ্যান তৈরি হয়ে গিয়েছিল এই বয়সেই। কিন্তু ভক্তদের কাঁদিয়ে পৃথিবীকে বিদায় জানিয়ে দিল খুদে। কয়েকদিন ধরে ভুগতে থাকা সোয়াইন ফ্লুতে প্রাণ গেল তার।
খুদে আরুণি কুরুপের টিকটকে ফোলোয়ার অনেক। দক্ষিণী অনেক সিনেমার নকল করে টিকটকে দিয়েছে ছোট্ট মেয়েটি। মাত্র নয় বছরেই প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল সে। কিন্তু কে জানত এতটাই ছিল তার আয়ু।
কয়েকদিন ধরে আরুণি ভুগছিল মাথা ব্যাথায়, সেই সঙ্গে ছিল জ্বর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় বমি। হাসপাতালে কোনো চিকিৎসায় সাড়া দেয়নি তার শরীর।
৪৮ ঘণ্টা ভেন্টিলেশনে থাকার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ছোট্ট মেয়েটির ভক্তদের শোকবিহ্বল বার্তায় উপচে যাচ্ছে তার সোশ্যাল পেজ।
দেখুন আরুণির অনবদ্য টিকটক ভিডিও