আবির হাসান । নতুন গান নিয়ে আসছে সঙ্গীত শিল্পী দিদার খান, গানটির নাম ভালবাসি শুধু তোমায়, গানটি দিদার খান এর লেখা ও সুর করা, গানটির সঙ্গীত আয়োজন করেছেন জামান, সম্প্রতি গানটির ভিডিও এর কাজ শেষ করা হয়েছে, গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ইয়াসিন বিন আরিয়ান, গানটির মিউজিক ভিডিও তে অভিনয় করেছেন শিপন তালুকদার ও আইরিন ইরানি। দিদার খান জানান প্রায় এক বছর পর তিনি নতুন গান প্রকাশ করতে যাচ্ছে, তিনি এরও জানান এই গানটি অনেক সময় নিয়ে করেছি, গানের কথা গুলা আমার অনেক পছন্দের স্রোতাদের কথা মাথায় রেখে খুব সুন্দর ভাবে তৈরি করেছি গানটি, এবং সুন্দর একটি ভিডিও হয়েছে, আশা করি গানটি সবার অনেক ভাল লাগবে। দিদার খান আরও জানান গানটি ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এর আগে প্রকাশ করা হবে ।